• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনে ভারী বৃষ্টিপাত-বন্যায় ১৫ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, ০৯:২৮
চীনে ভারী বৃষ্টিপাত-বন্যায় ১৫ জনের মৃত্যু
বন্যা কবলিতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : সিনহুয়া)

এশিয়ার পরাশক্তি চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এই বন্যায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে সেখানকার এক লাখ ২০ হাজারের অধিক বাসিন্দাকে।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্থানীয় প্রশাসনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসে শানঝি প্রদেশে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া বিভাগের কর্মকর্তা ওয়াং ওয়েনি জানিয়েছেন, গেল কয়েক বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর মাসে প্রায় ১৩ গুণ বেশি বৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ১৯ হাজারের বেশি বাড়ি-ঘর অল্প পরিমাণে ক্ষতি হলেও ১৮ হাজার দুইশ’ বাড়ি-ঘর মারাত্মকভাবে ধসে গেছে। এমনকি তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না।

দেশটির জরুরি বিভাগরে কর্মকর্তা ওয়াং কিরুই বলেন, ভারী বৃষ্টিপাতের ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখ হতে হয়েছে। এ দিকে বন্যার কারণে শানঝি প্রদেশের ৬০টি কয়লার খনি বন্ধ করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে জিনপিং প্রশাসন।

আরও পড়ুন : ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা-ভূমিধসে নিহত ৯

উল্লেখ্য, গত জুলাই মাসে চীনের হেনান প্রদেশে বন্যার কবলে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড