• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের পরমাণু বোমার জনক আর নেই

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২১, ১৪:৪৪
পাকিস্তানের পরমাণু বোমার জনক আর নেই
পাকিস্তানের সদ্য প্রয়াত পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান (ছবি : দ্য ডন)

পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রবিবার (১০ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশটির বিখ্যাত এই বিজ্ঞানী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রেডিও পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, এর আগে রবিবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১১ অক্টোবর) পাক মিডিয়া দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ডা. আবদুল কাদির খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক। তিনি বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই সেবার জন্য পাকিস্তান জাতি তার কাছে চির ঋণী। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বার্তা সংস্থা এএপি জানিয়েছে, চলতি বছর আগস্ট মাসের শেষ দিকে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হন আবদুল কাদির খান। এরপর ২৬ আগস্ট তাকে রিসার্চ ল্যাবরোটরিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন ড. আবদুল কাদির খান। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পরিবারের সঙ্গে তিনি পাকিস্তানে চলে যান।

আরও পড়ুন : ৯২ বছরে পা দিলেন বি. চৌধুরী

উল্লেখ্য, পাকিস্তানিদের কাছে জাতীয় বীর হিসেবে পরিচিত পরমাণু কর্মসূচির এই জনক।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড