• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়েতে সোনার খনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০২১, ১৬:৩৬
জিম্বাবুয়ে
নিহত বিদেশিদের সবাই চীনা নাগরিক (ছবি : সংগৃহীত)

জিম্বাবুয়ের একটি সোনার খনিতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় বিদেশিসহ ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) মাজোউয়ি জেলার এসএএস সোনার খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, নিহত বিদেশিদের সবাই চীনা নাগরিক।

এ বিষয়ে মাজোউয়ির আইনপ্রণেতা ফরচুন চাসি বলেন, আমি যখন ঘটনাস্থলে যাই, দেখি পুলিশ মৃতদেহ উদ্ধার করছে। খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অন্য সরকারি কর্মকর্তারা কী ঘটেছিল তার বের করার চেষ্টা করছিলেন।

যে সোনার খনিতে এ দুর্ঘটনা ঘটে সেটি জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেছেন, কোন পরিস্থিতিতে এসএএস খনিতে কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় বিদেশি ও জিম্বাবুয়ের এক নাগরিকের মৃত্যু হলো, কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন,

এ ছাড়াও, বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড