• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুপ্তচরবৃত্তির অভিযোগে ন্যাটো থেকে ৮ রাশিয়ান বহিষ্কার

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০২১, ১২:৩১
গুপ্তচরবৃত্তির অভিযোগে ন্যাটো থেকে ৮ রাশিয়ান বহিষ্কার
ন্যাটোর সদর দফতর (ছবি : রয়টার্স)

গুপ্তচরবৃত্তির অভিযোগে ন্যাটো নিজেদের মিশন থেকে আটজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। ব্রাসেলসের সদর দফতরে কাজ করা মস্কোর মিশনের আকারও অর্ধেকে এনেছে সামরিক জোটটি। ২০১৮ সালে একটি গুপ্তচরবৃত্তির অভিযোগে সাতজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কারের পর এটাই মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রথম পদক্ষেপ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ন্যাটোর এ পদক্ষেপের কারণে ব্রাসেলসে এখন থেকে ২০ জনের পরিবর্তে ১০ জন রাশিয়ান কূটনীতিক কাজ করতে পারবেন। চলতি মাসের শেষে নিয়মটি কার্যকর হবে বলে জানা গেছে।

মার্কিন মিডিয়া স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ড ও গুপ্তচরবৃত্তিসহ সন্দেহভাজন কর্মকাণ্ডের জন্য এসব রাশিয়ান কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, সিদ্ধান্তটি বিশেষ কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। আমরা নিয়মিত রাশিয়ার বিদ্বেষমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে দেখছি। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : আফগান ইস্যুতে আলোচনায় বসছে রাশিয়া

বিশ্লেষকদের মতে, মস্কোকে ‘বোগম্যান' হিসেবে ব্যবহার করার জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেন রুশ কর্মকর্তারা।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, পশ্চিমরা যৌথভাবে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক লড়াইয়ের নীতি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন : ২০৫০ সালের মধ্যে পানির সংকটে পড়বে ৫০০ কোটি মানুষ

উল্লেখ্য, ২০১৪ সালে মস্কো ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পর থেকেই ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। যা এখনো বিদ্যমান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড