• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতিসংঘ সফর শেষে আইসোলেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২
জাতিসংঘ সফর শেষে আইসোলেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো (ছবি : বিবিসি নিউজ)

জাতিসংঘ সফর শেষ করে দেশে ফিরে মহামারি করোনা ভাইরাস আইসোলেশনে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। বুধবার (২২ সেপ্টেম্বর) সফর বাতিল করে দেশে ফিরে যান তিনি। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন তার স্বাস্থ্যমন্ত্রী।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসার সুপারিশ হলো জাতিসংঘ সফরে প্রেসিডেন্টের সফরসঙ্গী সকলকেই আইসোলেশনে থাকতে হবে আর সবাইকে পরীক্ষা করতে হবে। আইসোলেশনে যাওয়ার পর বুধবার একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন বলসোনারো।

গেল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সে সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা। এর কয়েক ঘণ্টা পর তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যদিও প্রতিনিধি দলের অন্যদের নেগেটিভ রেজাল্ট এসেছে।

আরও পড়ুন : মরক্কোর জন্য আকাশপথ বন্ধ করল আলজেরিয়া

জাতিসংঘের নিয়ম উপেক্ষা করে ভ্যাকসিন না নিয়েই সাধারণ অধিবেশনে যোগ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। কুয়েইরোগা যেদিন করোনা আক্রান্ত হন সেদিন সকালে প্রেসিডেন্ট বলসোনারো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বৈঠকে যোগ দেন তিনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড