• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতিসংঘে কাশ্মীর নিয়ে মুখ খুললেন এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২
জাতিসংঘে কাশ্মীর নিয়ে মুখ খুললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : ইউরো নিউজ)

দীর্ঘ ৭৪ বছর যাবত বিদ্যমান কাশ্মীর সংকট নিরসনের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, আমরা আশা করি- জাতিসংঘের গৃহীত প্রস্তাবগুলোর ভেতর থেকে আলোচনার মাধ্যমে দুই পক্ষকে সমস্যাটির সমাধান করবে।

যদিও জাতিসংঘে দেওয়া এরদোগানের এ বক্তব্যকে মোটেও ভালোভাবে নিচ্ছে নয়াদিল্লি। তুর্কি প্রেসিডেন্টের ওই বক্তব্যের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরদোগানের এই মন্তব্য পুরোপুরি অবাঞ্ছিত। তুরস্কের উচিৎ অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা। পাশাপাশি নিজ দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, এর আগেও একাধিকবার ভিডিয়ো বার্তায় কাশ্মীর ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করেছিলেন তুরস্কের এই প্রেসিডেন্ট।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ওপর কেন ক্ষুব্ধ ফ্রান্স?

উল্লেখ্য, নিজ দেশের বাইরে এরদোগান যে কেবল কাশ্মীর ইস্যুতেই কথা বলেন তা কিন্তু নয়। এশিয়ার পরাশক্তি চীনের উইঘুর মুসলিম এবং মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সমস্যার কথাও উঠে আসে তার বক্তব্যে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড