• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষমতার মসনদে ফের ট্রুডো

  আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৩
ক্ষমতার মসনদে ফের ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (ছবি : দ্য ইনসাইডার)

উত্তর আমেরিকার দেশ কানাডায় সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের মাধ্যমে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন জাস্টিন ট্রুডো। যদিও সোমবার অনুষ্ঠিত ৪৪তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, জয়ের প্রতিক্রিয়ায় জাস্টিন ট্রুডো বিষয়টিকে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে আখ্যায়িত করেছেন।

এ দিকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মন্ট্রিলে বক্তব্য প্রদানের সময় জাস্টিন ট্রুডো সমর্থকসহ, বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, কয়েক বছর যাবত আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা অনেক দূর এগিয়েছি। চলুন সবাই একসঙ্গে কাজ করি। এ সময় কানাডায় নতুন দিনের সূচনার প্রতিশ্রুতিও দেন ট্রুডো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে তুমুল লড়াইয়ের ফলে সংসদে হয়তোবা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না ট্রুডোর দল। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল থাকতে হবে জাস্টিন ট্রুডোকে।

এবার মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর আগেই আগাম নির্বাচন ডাক দিয়েছিলেন ট্রুডো। যদিও কানাডার সাধারণ মানুষ এতে খুব একটা সন্তুষ্ট নয়। ফলে ৪৯ বছর বয়সী ট্রুডোর সামনে সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল।

গত আগস্টে পরিচালিত এক জরিপের ফলাফলে জাস্টিন ট্রুডো এগিয়ে ছিলেন। জনমত জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টি এগিয়ে থাকলেও ব্যবধান ভীষণই সামান্য। ফলে কেউ কেউ আবার বিরোধী নেতা এরিন ওটুলের কনজারভেটিভ পার্টির জয়ের সম্ভাবনাও দেখছিলেন।

আরও পড়ুন : অর্ধেক ভোট পেয়েই নির্বাচনে পুতিনের দলের জয়

বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী ট্রুডো এবার একক সরকার গঠন করতে পারবেন কি-না; নাকি আসন হারিয়ে পার্লামেন্টে বিরোধীদের শক্তিশালী হয়ে ওঠার সুযোগ দেবেন, এখন সেই শঙ্কাই সকলের সামনে দেখা দিয়েছে।

এর আগে সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে গোটা দেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। যেখানে সবচেয়ে বেশি ১৯৯টি আসন রয়েছে অন্টেরিও ও কিউবেকে। যা পুরো দেশের অর্ধেকেরও বেশি।

এ দিকে মেইল ভোট গণনার কারণে হয়তো পূর্ণাঙ্গ ফলাফল পেতে একটু বেশি সময় লাগতে পারে। এখনো মেইলের মাধ্যমে দেওয়া আট লাখের মতো ভোট গণনা শুরু হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ‘বারাদারকে ঘুষি মেরেছিলেন হাক্কানি’

উল্লেখ্য, এবারের ভোটে মহামারি করোনা ভাইরাস ছাড়াও দেশের আবাসন, অর্থনীতি, জলবায়ু সংকট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভোটারদের মনে দাগ কেটেছে। যদিও জাস্টিন ট্রুডো আবার ক্ষমতায় ফিরলে কতটুকু স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন, এবার সেই শঙ্কা জনমনে থেকেই যাচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড