• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লেবানন পৌঁছেছে ইরানের ৪০ ট্রাক তেল

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯
লেবানন পৌঁছেছে ইরানের ৪০ ট্রাক তেল
লেবাননের সড়কে চলছে তেলবাহী ট্রাক (ছবি : রয়টার্স)

মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র লেবাননের জ্বালানি সংকট নিরসনে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল সরবরাহ করছে দেশটির শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বাহিনী। প্রথম চালানে সরাসরি লেবানিজ কোনো বন্দরে ভিড়েনি তেলবাহী জাহাজ। এসব জ্বালানি তেলের চালানটি প্রথমে যাচ্ছে সিরিয়ায়; আর সেখান থেকেই ট্রাকের মাধ্যমে তেলগুলো লেবাননে পৌঁছাচ্ছে। খবর আল-জাজিরার।

হিজবুল্লাহর মুখপাত্র জানান, ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি ঘাটতি দূর করার জন্যই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এবার প্রথম চালানে ৪০ ট্রাক তেল সিরিয়া থেকে লেবাননে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুই কূটনৈতিক প্রথম চালানে ৪০টি ট্রাক তেল নিয়ে লেবাননে পৌঁছান বলে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জানানো হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রথমবারের মতো ইসলামি প্রজাতন্ত্র ইরানের চারটি তেলবাহী ট্যাংকার সিরিয়ার বন্দরে পৌঁছায়।

আরও পড়ুন : সাহারা অঞ্চলের আইএস প্রধান ফরাসি অভিযানে নিহত

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চারটি ট্যাংকারে করে মোট ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে যাচ্ছে লেবানন। যেটি পরিবহন করতে ৭৭২টি ট্রাক লাগবে। ২০১৯ সাল থেকে লেবাননে জ্বালানি তেলের চরম সংকট তৈরি হয়। এতে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবাও।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড