• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০
গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল
করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের জনগণের জন্য অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পাঠিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আরব-৪৮ ওয়েবসাইট তথ্যটি নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রুশ ভ্যাকসিনগুলো ইসরায়েলকে দেওয়া হলেও তেল আবিব দীর্ঘদিন সেগুলোকে অনুপযুক্ত অবস্থায় ফেলে রেখেছিল। এছাড়া ইসরায়েলের সেনাবাহিনীও টিকার চালানকে ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দিয়েছে।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুটনিক লাইট টাইপের টিকার চালান অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠানো হয়। যদিও সেফটি টেস্টে দেখা যায়, ভ্যাকসিনগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।

এর আগে ইসরায়েলি মিডিয়ায় জানানো হয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিনগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। তবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ।

সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের এরই মধ্যে মৃত্যু হয়েছে। এছাড়া অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করলেও এ পর্যন্ত মাত্র তিন লাখ ৫৪ হাজার মানুষ প্রাণঘাতী ভাইরাসটি প্রতিনিধি ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আরও পড়ুন : ‘পুরুষের সঙ্গে নারীদের কাজ করা উচিৎ নয়’

পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনা ভাইরাসের টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি রক্ষা করতে ইহুদিবাদী রাষ্ট্রটি চরমভাবে ব্যর্থ হয়েছে। অথচ তেল আবিব তার নিজের প্রাপ্তবয়স্ক প্রায় সব নাগরিককে ভ্যাকসিন প্রয়োগের আওতায় এনেছে এবং অনেকে এরই মধ্যে বুস্টার ডোজও গ্রহণ করেছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড