• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাইবেরিয়ার জঙ্গলে রুশ বিমানের অবতরণ, নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪
সাইবেরিয়ার জঙ্গলে রুশ বিমানের অবতরণ, নিহত ৪
সাইবেরিয়ার জঙ্গলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ (ছবি : রয়টার্স)

জঙ্গলে জরুরি অবতরণের সময় রাশিয়ার একটি ছোট যাত্রীবাহী বিমানের চার আরোহীর প্রাণহানি ঘটেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটিকে তাৎক্ষণিক একটি জঙ্গলে জরুরি অবতণ করতে হয়। মূলত তখনই দুর্ঘটনাটি ঘটে। সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, বিমানটিতে ১৪ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। বিমানটির জরুরি অবতরণ এবং প্রাণহানির ঘটনাটি নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ও।

রাশিয়ার তদন্তকারী সংস্থা জানিয়েছে, রবিবার দেশটির ইরকুতস্ক শহর থেকে উড্ডয়ন করে এল-৪১০ মডেলের ওই বিমানটি। যদিও গন্তব্যে পৌঁছানোর মাত্র চার কিলোমিটার (২.৫ মাইল) আগে কাজাচিনকোয়ে গ্রামে জরুরি অবতরণ করে।

স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই ক্রুরা বিমানটি নিয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের আগে বিমানের ক্রু একথা জানিয়ে ছিলেন বলেও বার্তা সংস্থাটি উল্লেখ করেছে।

আরও পড়ুন : ইরাকে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী ড্রোন হামলা

উল্লেখ্য, অবতরণের পর ১১ জন ব্যক্তি এয়ারক্রাফটের ভেতরে আটকা পড়েছিলেন বলেও বিভিন্ন মিডিয়ার খবরে জানানো হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড