• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান ইস্যুতে পাক ভূখণ্ডে ৭ দেশের গোয়েন্দা প্রধান

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৫
আফগান ইস্যুতে পাক ভূখণ্ডে ৭ দেশের গোয়েন্দা প্রধান
আইএসআই প্রধান জেনারেল ফায়েজ হামিদ (ছবি : দ্য ডন)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ে পরাশক্তি চীন, রাশিয়াসহ মধ্য এশিয়ার পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরা পাকিস্তান সফরে গেছেন। সেখানে তারা আইএসআই প্রধান জেনারেল ফায়েজ হামিদের সঙ্গে বৈঠক করেছেন।

গত শুক্রবার কাবুল থেকে ফেরার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সেই বৈঠকে মিলিত হন তিনি।

শনিবার আনুষ্ঠানিকভাবে পাক সরকার গোয়েন্দা প্রধানদের এ বৈঠকের কথা স্বীকার না করলেও সূত্রের বরাতে দ্য ডন জানিয়েছে, বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

এতে চীন, ইরান, রাশিয়া, কাজাখিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধানরা যোগ দেয়।

আরও পড়ুন : ইরাকে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী ড্রোন হামলা

জানা গেছে, বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান নিরাপত্তা, তালেবান নেতৃত্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে? সেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

এর আগে পাকিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীন, পাকিস্তান, তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান, ও তুর্কেমিস্তান অংশ নিলেও রাশিয়া অংশগ্রহণ করেনি।

আরও পড়ুন : পাঞ্জশিরে তালেবানের হয়ে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাই আমির আবদুল্লাহিয়ান, তাজিক পররাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন মোহরিদ্দিন, তুর্কেমিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ভেপা খাদজীয়েব ইনদিটেম এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড