• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুজরাটে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩
গুজরাটে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার পদত্যাগ
গুজরাটের সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (ছবি : দ্য হিন্দু)

গোটা মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় রুপানি। বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) এই পদক্ষেপের মাধ্যমে ভারতের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

পদত্যাগের প্রসঙ্গে বিজয় রুপানি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় গুজরাটের উন্নয়নে গেল পাঁচ বছর যাবত কাজ করছি। এখন রাজ্যের আরও উন্নতির জন্য নতুন শক্তি ও ক্ষমতার জন্য আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, দল হিসেবে বিজেপি প্রয়োজন অনুসারে পরিবর্তন আনে। আমাদের এই একটি বিশেষ গুণ রয়েছে। দলের কর্মীরাও এখন মনেপ্রাণে তা মেনে চলে। আমিও একই শক্তি নিয়ে দলের জন্য কাজ করে যেতে চাই।

বিশ্লেষকদের মতে, রুপানি ও তার মন্ত্রিসভার পদত্যাগে বিজেপির সামনে এবার তিনটি পথ খোলা রয়েছে। নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ, রাষ্ট্রপতি শাসনের অধীনে রাজ্যকে নিয়ে আসা অথবা আগাম নির্বাচন ডাকা।

আরও পড়ুন : গভীর রাতে প্যারেড ময়দানে কিম জং উন

দলীয় সূত্র থেকে জানা যায়, বর্তমান সময়ে আগাম নির্বাচন ডাকার বিষয়টি বিবেচনায় নেই। নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ কৌশল নেওয়া হতে পারে।

সূত্র : এনডিটিভি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড