• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আফগানিস্তানে তালেবানের তত্ত্বাবধায়ক সরকার অবৈধ’ 

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪
‘আফগানিস্তানে তালেবানের তত্ত্বাবধায়ক সরকার অবৈধ’ 
ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের (এমএফএ) লোগো (ছবি : আল-জাজিরা)

সশস্ত্র ইসলামিক সংগঠন তালেবানের ক্ষমতা দখলকে অবৈধ বলে আখ্যায়িত করেছে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় (এমএফএ)। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটির ক্ষমতা দখলকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

৯/১১ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীতে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে আফগানিস্তানের প্রসঙ্গও তুলে ধরা হয়। সেখানে বলা ছিল, তালেবান তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। এটি রাজনৈতিকভাবে দমনের একটি কৌশল।

আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে (এমএফএ) বলছে, গণতান্ত্রিক আফগানিস্তানকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগী হওয়া প্রয়োজন। যেখানে সকল নাগরিক, বিশেষ করে নারীদের অধিকার ও স্বাধীনতা সমুন্নত থাকে।

বিবৃতিতে তুলে ধরা হয়েছে, তালেবান সরকার যদি আফগানদের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয় তবে সংকট আরও দীর্ঘায়িত হবে। একই সঙ্গে আঞ্চলিক, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হবে।

আফগানিস্তানকে ভুলে না যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানায় এমএফএ।

আরও পড়ুন : আফগানিস্তানে তালেবানের হামলায় ৪ বিক্ষোভকারী নিহত

গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের ৩৩ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান গোষ্ঠী। এর আগে গেল ১৫ আগস্ট ঘানি সরকারকে উৎখাত করে রাজধানী কাবুল দখলে নেয় তালেবান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড