• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে তালেবানের হামলায় ৪ বিক্ষোভকারী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫
আফগানিস্তানে তালেবানের হামলায় ৪ বিক্ষোভকারী নিহত
জলকামান দিয়ে আফগান বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হচ্ছে (ছবি : রয়টার্স)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে তালেবান বিরোধীদের বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। এর মাঝে খবর পাওয়া গেছে, সশস্ত্র সংগঠন তালেবানের যোদ্ধাদের গুলিতে চারজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ মিডিয়া দ্যা গার্ডিয়ান।

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এরই মধ্যে জেনেভায় সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি তালেবানের সহিংস আচরণের তীব্র সমালোচনা করেন। এ সময় রাভিনা শামদাসানি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অননুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়।

বিবৃতিতে বিক্ষোভ চলাকালে এক তরুণসহ অন্তত চারজনের মৃত্যুর কথা জানিয়েছেন জাতিসংঘের এ কর্মকর্তা। যারা বিক্ষোভের সংবাদ কাভার করছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ উঠার নিন্দাও জানান তিনি।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন আশরাফ ঘানি

আফগান নারীরাও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে গত কয়েকদিন যাবত বিক্ষোভ করছেন। ১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুণ্ণ হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালেবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড