• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় ৪৬ লাখ ১৯ হাজার মৃত্যু দেখল বিশ্ব

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৯
করোনায় ৪৬ লাখ ১৯ হাজার মৃত্যু দেখল বিশ্ব
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তির জানাজার নামাজ আদায় করা হচ্ছে (ফাইল ছবি)

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে সংক্রমিত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নয় হাজারের বেশি লোক। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে সংক্রমিত মানুষের সংখ্যা পাঁচ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে।

সর্বশেষ এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও দৈনিক মৃত্যুতে এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৩৯ লাখের ঘর ছাড়িয়ে গেছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৪৬ লাখ ১৯ হাজারে পৌঁছেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন নয় হাজার ৩০৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রাণহানির সংখ্যা হ্রাস পেয়েছে ৩৮১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৬ লাখ ১৯ হাজার ৭৯২ জনে পৌঁছে গেছে।

এছাড়া নির্ধারিত এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল তিন হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে রোগটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে।

এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে রোগটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৮৫ জন। আর প্রাণ হারিয়েছেন এক হাজার ৮৯৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৮৯৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ছয় লাখ ৭৪ হাজার ৫১৭ জন।

আরও পড়ুন : করোনায় মৃত্যু কমলেও ফের সংক্রমণ বাড়ল ভারতে

অপর দিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকো অবস্থান এখন দ্বিতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৮৭৯ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৮৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬৫ হাজার ১৭১ জন ছাড়িয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৬৫ হাজার ৪২০ জনের।

প্রাণহানির তালিকায় এখনো ওপরের দিকেই রয়েছে রাশিয়ার নাম। শেষ এক দিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৯৪ জন। আর নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৮৪ হাজার ২৮৪ জন ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে এক লাখ ৯০ হাজার ৩৭৬ জনের।

গেল ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৩৪ জন। আর নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৯০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪১ লাখ ৫৩ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে। আর প্রাণ গেছে এক লাখ ৩৮ হাজার ১১৬ জন কোভিড রোগীর।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪৭ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৯১ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি নয় লাখ ৫৮ হাজার ৮৯৯ জন ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ২০৫ জনের।

আরও পড়ুন : গভীর রাতে প্যারেড ময়দানে কিম জং উন

এ দিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৬৪ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৪৮ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ৩১ লাখ ৬৩ হাজার চারজন। এছাড়া মারা গেছেন চার লাখ ৪২ হাজার ৪৬ জন।

শেষ ২৪ ঘণ্টায় ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫০৫ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮২১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫২ লাখ ৩৭ হাজার ৭৯৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ১২ হাজার ৯৩৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ৬৮ লাখ ৭৭ হাজার ৮২৫ জন ফ্রান্সে, এছাড়া যুক্তরাজ্যে ৭১ লাখ ৩২ হাজার ৭২ জন, ইউরোপের দেশ ইতালিতে ৪৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৬৫ লাখ ৯০ হাজার ৪১৪ জন, জার্মানিতে ৪০ লাখ ৫৮ হাজার ৯৪০ জন এবং স্পেনে ৪৯ লাখ ৩ হাজার ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্য দিকে রোগটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৩৬২ জন ফ্রান্সে, এছাড়া যুক্তরাজ্যে এক লাখ ৩৩ হাজার ৮৪১ জন, ইউরোপের দেশ ইতালিতে এক লাখ ২৯ হাজার ৭৬৬ জন, মুসলিম রাষ্ট্র তুরস্কে ৫৯ হাজার ১৭০ জন, জার্মানিতে ৯৩ হাজার ৪০ জন এবং স্পেনে ৮৫ হাজার ২১৮ জন মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন : ভারতে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ৩০

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড