• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার থাবায় সপ্তাহে ৭৮৫ মৃত্যু যুক্তরাজ্যে

  মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য

০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৮
করোনার থাবায় সপ্তাহে ৭৮৫ মৃত্যু যুক্তরাজ্যে
করোনায় আক্রান্তের মরদেহ সমাহিতের জন্য নিয়ে যাওয়া হচ্ছে (ফাইল ছবি)

যুক্তরাজ্যে গেল এক সপ্তাহে মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৮৫ জন। নির্ধারিত এই সময়ের মধ্যে কোভিড সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৯৮৫ জন।

শেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসে শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৩৩ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে।

এবার নতুন করে আরও ৩৭ হাজার ৪৮৯ জনের শরীরে রোগটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৬ হাজার ১০৬ জনে পৌঁছে গেছে।

ব্রিটেনে গত সোমবার ৪৫ ও রবিবার ৬৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আর সোমবার ৪১ হাজার ১৯২ এবং রবিবার ৩৭ হাজার ১১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইংল্যান্ডে এ পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন চার কোটি ৮২ লক্ষ ৯২ হাজার ৮১১ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট চার কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ৯৮ জন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ছুঁইছুঁই

উল্লেখ্য, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় যুক্তরাজ্যের সরকারি ওয়েব সাইটে তথ্যগুলো প্রকাশিত হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড