• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪০

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫
ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪০
কারাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা (ছবি : রয়টার্স)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার একটি কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ সেই আগুনে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া গুরুতর রকমের আহত হয়েছেন আরও কিছু লোক। কারাগারটিতে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি সংখ্যক বন্দি অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাতে দেশটির বানতেন প্রদেশের কারাগারটিতে ঘটনাটি ঘটে। এরপর সকালে ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাতে করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি কয়েদি অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন। যাদের মধ্যে অনেক বন্দির অবস্থাই আশঙ্কাজনক।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দপ্তরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানিয়েছেন, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারের সি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরবর্তীকালে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ এখনো সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : নতুন রাষ্ট্রপ্রধান পেল আফগানিস্তান

রিকা জানিয়েছিলেন, আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট লোকজন এরই মধ্যে নিজেদের কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, কারাগারটির সি ব্লকে মাদক-অপরাধ সম্পর্কিত মামলার আসামিদের রাখা হয়েছিল। ঘটনার সময় সেখানে মোট ১২২ জনের মতো অবস্থান করছিল।

যদিও অগ্নিকাণ্ডের সময় সেখানে ঠিক কতজন বন্দি অবস্থান করছিলেন, সেটি এখন পর্যন্ত তিনি জানাননি। রিকা আপরিয়ান্তি অবশ্য স্বীকার করেছেন, কারাগারের ওই ব্লকে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দিকে রাখা হয়েছিল।

আরও পড়ুন : মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ‘প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা

রয়টার্স বলছে, রাজধানী জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং শহরটি ইন্দোনেশিয়ার শিল্প-কারখানা ও নির্মাণ শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির সরকারের চলতি সেপ্টেম্বর মাসের একটি তথ্যের বরাতে জানানো হয়, তাংগেরাং শহরের কারাগারে ৬০০ বন্দিকে রাখার জায়গা থাকলেও সেখানে ২ হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছিল।

দেশটির পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

আরও পড়ুন : কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

উল্লেখ্য, ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে ৭৩ জন হালকা আহত হয়েছেন বলেও পুলিশের বরাতে জানিয়েছে ওই টেলিভিশন কর্তৃপক্ষ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড