• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০
কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি
কাবুলের সড়কে অস্ত্র হাতে তালেবান সদস্যরা (ছবি : আল-জাজিরা)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী সমাবেশে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে দেশটির সশস্ত্র ইসলামি সংগঠন তালেবান। গত আগস্ট মাসের মাঝ সময়ে দেশটির শাসন ক্ষমতা তালেবান যোদ্ধাদের হাতে চলে যাওয়ার পর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরোধিতায় এবারই প্রথম আফগান ভূখণ্ডে বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

তালেবান এখন পর্যন্ত সরকার ঘোষণা না করলেও দেশটির কট্টরপন্থি গোষ্ঠীটির ১৯৯৬ থেকে ২০০১ সালের নৃশংস শাসনের পুনরাবৃত্তির শঙ্কা করছেন নিরীহ আফগানরা। এর মধ্যেই রাজধানী কাবুল, হেরাত এবং মাজার-ই-শরিফে বিক্ষিপ্ত এবং ছোটখাটো বিক্ষোভ করেছেন শত শত সাধারণ জনগণ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কমপক্ষে ৭০ জন বিক্ষোভকারী, যাদের অধিকাংশই নারী— পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তারা বিভিন্ন ধরনের ব্যানার হাতে নিয়ে বিক্ষোভের পাশাপাশি আফগানিস্তানে ইসলামাবাদের হস্তক্ষেপের বিরোধিতায় স্লোগান দেন। তালেবান গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান দীর্ঘদিন যাবত ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছে বলে অভিযোগ করেন তারা।

গত কয়েকদিন আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদ কাবুল সফর করেছিলেন। দেশটিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত তাকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান। গুরুত্বপূর্ণ এই সফরে তালেবান নেতাদের সঙ্গেও পাকিস্তানের এই গোয়েন্দা প্রধান সাক্ষাৎ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : নতুন রাষ্ট্রপ্রধান পেল আফগানিস্তান

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা কাবুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তালেবানের যোদ্ধাদের ফাঁকা গুলি ছুড়তে দেখেছেন বলে জানিয়েছেন। সোমবারও দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে একদল নারী তাদের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন।

আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়, গত সপ্তাহে দেশটির হেরাত শহরে বিক্ষোভ করেছেন একদল নারী। এ সময় আফগানিস্তানের নতুন সরকারে নারীদের অংশগ্রহণের দাবি জানান তারা।

আরও পড়ুন : মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ‘প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা

তালেবান সারা দেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানানোর পরদিন মঙ্গলবার কাবুলে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। সোমবার বাহিনীটি জানায়, তারা পাঞ্জশির উপত্যকার লড়াইয়ে বিজয়ী হয়েছে। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের দখল গ্রহণের পর দেশটির সর্বশেষ এই প্রদেশ তালেবান বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড