• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রুডোর নির্বাচনি প্রচারণায় পাথর নিক্ষেপ

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭
ট্রুডোর নির্বাচনি প্রচারণায় পাথর নিক্ষেপ
নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (ছবি : বিবিসি নিউজ)

উত্তর আমেরিকার দেশ কানাডায় আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ কারণে অন্টারিওর লন্ডনে নিজের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে যান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মূলত সেখানেই বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে একটি বার (মদ্যশালা) পরিদর্শনের পর নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত বাসে চেপে ফিরছিলেন ট্রুডো। ঠিক তখনই তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। যদিও সৌভাগ্যক্রমে তিনি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হননি।

ঘটনাটির পর সাংবাদিকদের জাস্টিন ট্রুডো বলেন, পাথর নিক্ষেপের কারণে আমি কাঁধে আঘাত পেয়ে থাকতে পারি।

এর আগে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে জরুরিভিত্তিতে দেশে নির্বাচন আয়োজনের ডাক দেন প্রধানমন্ত্রী ট্রুডো। নিজের বামপন্থি লিবারেল পার্টির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের উদ্দেশ্য নিয়েই তার এ পদক্ষেপ।

যদিও মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ম্যান্ডেট এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার প্রচারণা বারবার ব্যাহত হয়।

আরও পড়ুন : মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ‘প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা

উল্লেখ্য, গেল এক সপ্তাহ আগেই বিক্ষোভরত জনতার কারণে একটি নির্বাচনি র‌্যালি বাতিল করতে বাধ্য হন কানাডার এই প্রধানমন্ত্রী।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড