• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারমাণবিক অস্ত্রধারী না হয়েও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল দ. কোরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮
পারমাণবিক অস্ত্রধারী না হয়েও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল দ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিয়ো টিভিতে দেখছেন জনগণ (ছবি : বিবিসি নিউজ)

ডুবোজাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উৎক্ষেপণ করেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে এ ধরনের সক্ষমতা সম্পন্ন প্রথম রাষ্ট্র হয়ে উঠল দেশটি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ডিফেন্স নিউজ ডট কমের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্যটি তুলে ধরা হয়।

দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণে তারা একটি সামরিক ইউনিটের সক্ষমতার বিস্তারিত নিশ্চিত করতে পারবে না। দক্ষিণ কোরিয়ায় এ ধরনের প্রচলিত ক্ষেপণাস্ত্রটিকে হায়ুনমু ফোর-ফোর সাঙ্কেতিক নাম দেওয়া হয়।

শক্তিশালী এ ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার হায়ুনমু-টুবি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ভ্যারিয়েন্ট বলে ধারণা করা হচ্ছে। যার পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার।

উল্লেখ্য, আগে এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধুমাত্র যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, উত্তর কোরিয়া এবং ভারত তৈরি করত।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

সাধারণত পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করে এসএলবিএমকে বিশ্বের সামনে আরও ধ্বংসাত্মক করে তুলে ধরা হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড