• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতিসংঘে মাহাথিরের প্রশ্ন

গোটা বিশ্ব কি বসে বসে মিয়ানমারের হত্যাযজ্ঞ দেখবে?

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬
জাতিসংঘের অধিবেশনে মাহাথির
জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। (ছবিসূত্র : দ্য মালায়েশিয়া পোস্ট)

মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা নির্যাতন প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলছেন, ‘আমি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে নই। তবে সারা বিশ্ব কি নীরব দর্শক হয়ে বসে বসে এসব হত্যাযজ্ঞ দেখবে এবং তারা কি কিছুই করবে না?’ খবর দ্য মালায়েশিয়া পোস্ট।

দ্য মালায়েশিয়া পোস্ট বলছে, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির এসব কথা বলেন।

সে সময় ড. মাহাথির বলেন, ‘দেশগুলো স্বাধীন। তবে এর মানে এই নয় যে, নিজ দেশের জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানোর অধিকার তাদের রয়েছে!’

আধুনিক মালয়েশিয়ার এ জনক আরও উল্লেখ করেন, ‘মিয়ানমার সরকারের কর্মকাণ্ডে দেশটিতে প্রাণহানি, বাড়িঘর ধ্বংস করে দেওয়া এবং নিজ দেশের মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনা ঘটেছে। তবে দেশটির নেত্রী অং সান সু চি এসব অস্বীকার করছেন।’

মালয়েশিয়ার এ প্রধানমন্ত্রী আরও বলছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ শরণার্থী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাছাড়া গভীর সমুদ্রে ডুবে অনেকেই মৃত্যুবরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘বেঁচে থাকা লোকজনের খাবার, পানি ও স্যানিটেশনের সুবিধাবিহীন অস্থায়ী শিবিরে কোনো রকম ঠাঁই হয়েছে। তারপরও মিয়ানমার নেত্রী সু চিসহ দেশটির কর্তৃপক্ষ এসব সম্পূর্ণ অস্বীকার করছে।’

উল্লেখ্য, প্রায় ১৫ বছর পর জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে মাহাথির রোহিঙ্গা ইস্যু, ফিলিস্তিন পরিস্থিতি, বিশ্বায়ন, বাণিজ্য যুদ্ধ, মালয়েশিয়ার অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেন।

সে সময় তিনি জাতিসংঘের মহৎ লক্ষ্যগুলো অর্জনে তার দেশের পূর্ণ সমর্থন ও সহায়তা থাকবে বলেও অঙ্গীকার করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড