• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মত গ্রহাণুতে রোবট পাঠাল জাপান

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০
জাপানের রোবট গ্রহাণুতে
গ্রহাণুতে রোবট পাঠাল জাপান। (ছবিসূত্র : বিবিসি)

প্রথমবারের মত গ্রহাণুতে রোবট পাঠাল জাপান। ইতোমধ্যে দেশটির পক্ষ থেকে পাঠানো সেই রোবটগুলো গ্রহাণু থেকে ছবি পাঠাতে শুরু করেছে। এমনটাই দাবি করছে জাপানের মহাকাশ সংস্থা জাক্সা। গোলাকার দুটি রোভার হায়াবুশা-২ নামের মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং তা পরে রাইউগু নাকম গ্রহাণুতে সফলভাবে অবতরণ করে। খবর বিবিসি।

বিবিসি বলছে, রাইউগুতে মাধ্যাকর্ষণ শক্তি কম থাকার কারণে সেগুলো লাফিয়ে লাফিয়ে সেখানকার তাপমাত্রা ও ছবি সংগ্রহ করতে পারবে। উভয় রোভারই ভাল অবস্থায় আছে এবং শনিবার (২২ সেপ্টেম্বর) তাদের সফল অবতরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় জাক্সা। এগুলো প্রায় সাড়ে তিন বছর আগে পাঠানো হয়েছে এবং গত জুনে তা গ্রহাণুতে গিয়ে পৌঁছায়।

উল্লেখ্য, ২০০৫ সালে দেশটি আরও একবার গ্রহাণুতে রোবট পাঠানোর চেষ্টা করেছিল। তবে সেবার তারা সফলতা পায়নি। এবার সফল হতে পারায় বেশ গর্ববোধ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড