আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র রমজান মাসে উমরাহ ও মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হবে বছরব্যাপী তারাই উমরা আদায় করতে পারবেন।
সোমবার (৫ এপ্রিল) সৌদির হজ্জ ও উমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ গ্রহণের পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধুমাত্র তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কর্তৃপক্ষ পবিত্র মসজিদে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।
যদিও এ নিয়ম রমজানের পরে হজ্জ মৌসুমেও বহাল থাকবে কি না তা এখনো পরিষ্কার নয়। সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০০ জনের। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির তিন কোটি ৪০ লাখ নাগরিকের মধ্যে ৫০ লাখের মতো মানুষ করোনা টিকা নিয়েছেন।
আরও পড়ুন : রমজান উপলক্ষে শ্রীনগরে উৎসবের আয়োজন
গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ্জ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ্জ গত বছর বন্ধ ছিল।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড