আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগার থেকে ১৮শ'র অধিক বন্দি পালিয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে বন্দুকধারীরা হামলা চালানোর পর ঘটনাটি ঘটেছে। খবর বিবিসি নিউজের
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে অবস্থিত ওই কারাগারে প্রবেশের জন্য বিস্ফোরক ব্যবহার করেছে হামলাকারীরা। পালিয়ে যাওয়ার পর ৬ কয়েদি আবারও ফিরে এসেছে। অপর দিকে ৩৫ জন সুযোগ পেয়েও পালায়নি।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। আদিবাসী বিয়াফ্রার লোকজন এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই গোষ্ঠী কোনো ধরনের হামলার কথা অস্বীকার করেছে।
নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবা জানিয়েছে, ইমো রাজ্য থেকে এক হাজার ৮৪৪ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। সোমবার ওভেরি কাস্টোডিয়াল সেন্টারে ভারী অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা কয়েকটি বাস এবং পিকআপ ট্রাকে করে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক এবং রাইফেল নিয়ে হামলা চালিয়েছে।
প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এই হামলাকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছেন। তার মতে, নৈরাজ্যবাদীরা এই হামলা চালিয়েছে। হামলাকারী এবং পালিয়ে যাওয়া বন্দিদের আটক করার নির্দেশ দিয়েছেন তিনি।
এ দিকে আদিবাসী বিয়াফ্রা গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবারের (৫ এপ্রিল) হামলার জন্য তাদের দায়ী করা হলেও তারা এর সঙ্গে জড়িত নয়। এই অভিযোগ মিথ্যা।
আরও পড়ুন : অবসরপ্রাপ্ত ১০ নৌ-অ্যাডমিরালকে আটক করল তুরস্ক
গত জানুয়ারি থেকেই দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার বিভিন্ন পুলিশ স্টেশন এবং নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক চুরি করা হয়েছে। তবে কোনো গোষ্ঠী কিংবা সংগঠন এসব হামলার দায় স্বীকার করেনি।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড