আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে প্রচারে মাঠ গরম করছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এবার তার সঙ্গে পাল্লা দিতে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনি প্রচারণার মাঠে নেমেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সোমবার (৫ এপ্রিল) থেকে প্রচারণা শুরু করেছেন তিনি।
কলকাতার মেয়ে জয়া ভাদুড়ি বলিউডে গিয়ে জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনকে বিয়ে করার পর হয়ে যান জয়া বচ্চন। ৭২ বছর বয়সী এই অভিনেত্রী গত রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায়ই কলকাতায় এসে পৌঁছান।
আরও পড়ুন : ফিলিস্তিনকে হাজার কোটি টাকা অনুদান দিচ্ছেন বাইডেন
সোমবার তিনি রাজ্যে তৃণমূল কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নিবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর তিনি টালিগঞ্জ আসনে মমতা মনোনীত তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের পক্ষে প্রচারণায় অংশ নেবেন। এরপর যোগ দেবেন একটি রোড শোতেও।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড