আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ। শরীরে অল্প জ্বর থাকলেও তার মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার (২ এপ্রিল) ৬২ বছর পূর্ণ করা এই প্রেসিডেন্ট শনিবার (৩ এপ্রিল) টুইট বার্তায় বলেছেন, আমার শারীরিক অবস্থা ভালো আছে।
চলতি বছরের প্রথমদিকে তিনি রাশিয়ার তৈরি করোনা ভাইরাস টিকা স্পুৎনিক ভি নিয়েছিলেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
তিনি বলেছিলেন, এই খবর ছাড়াই জন্মদিন পার করতে ভালো লাগতো আমার, কিন্তু আমার মনোবল চাঙ্গা রয়েছে।
কোভিড-১৯ প্রটোকলের অধীনে আইসোলেশনে রয়েছেন তিনি। যদিও সেখানেই থেকেই তিনি নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফের্নান্দেজের সঙ্গে প্রেসিডেন্টের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। ক্রিস্তিনা ফের্নান্দেজ দেশটির সাবেক প্রেসিডেন্ট।
রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট আলবের্তো ফের্নান্দেজের উদ্দেশ্যে এক খোলা বিবৃতিতে বলেছে, স্পুৎনিক ভি সংক্রমণের বিরুদ্ধে ৯১ দশমিক ছয় শতাংশ কার্যকর এবং গুরুতর করোনা ভাইরাসের বিরুদ্ধে শতভাগ কার্যকর।
স্পুৎনিক ভি টিকা উৎপাদনকারী গামালিয়া ইনস্টিটিউট বলেছে, সংক্রমণ নিশ্চিত হলে টিকাটি কোনো গুরুতর লক্ষণ ছাড়াই দ্রুত আরোগ্য নিশ্চিত করবে। আমরা আপনার দ্রুত আরোগ্য কামনা করছি!
মহামারির বিরুদ্ধে এক বছরেরও বেশ সময় ধরে বিভিন্ন মাত্রার লকডাউনে আছে আর্জেন্টিনা। দেশটিতে কোভিড-১৯ এ ৫৬ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : নন্দীগ্রামের নির্বাচন : হেভিওয়েট লড়াইয়ে ক্যারিয়ার শেষ হচ্ছে কার?
এখন পর্যন্ত দেশটির ছয় লাখ ৮২ হাজার ৮৬৮ জন নাগরিকের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। টিকার ক্ষেত্রে বৃদ্ধরা ও স্বাস্থ্য কর্মীরা অগ্রাধিকার পেয়েছেন বলে সরকার জানিয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড