আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ ২০ বছর পর ছাড়া পাওয়ার আনন্দে অনুষ্ঠান করায় ফিলিস্তিনি ব্যক্তিকে আবারও গ্রেপ্তার করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।
মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মজিদ বারবার নামে ওই ব্যক্তিকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইহুদি বাহিনী।
শুক্রবার (২ এপ্রিল) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি জেলখানা থেকে ২০ বছর পর ছাড়া পাওয়ার একদিন পর ৪৫ বছরের মজিদ বারবারকে গত মঙ্গলবার (৩০ মার্চ) রাতে আবার গ্রেপ্তার করা হয়।
জেরুজালেমের রাস-আল-আমৌদ এলাকা থেকে ২০০১ সালে ওই ফিলিস্তিনি যুবককে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল।
মজিদের ভাই ইজ্জেদিন বারবার গণমাধ্যমকে জানান, ২০ বছর কারাভোগের পর গত সোমবার (২৯ মার্চ) তার ভাই ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পান। এ উপলক্ষে তার পরিবার এক অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন : মিয়ানমারে ‘গেরিলা আঘাতের’ ডাক বিক্ষোভকারীদের
আর এতেই ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনী তার বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ১২ জনকে আহত করে মজিদকে আবারও গ্রেপ্তার করে নিয়ে যায়।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড