আন্তর্জাতিক ডেস্ক
এশিয়ার পরাশক্তি চীন শাসিত তাইওয়ানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের প্রাণহানি ঘটার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বহু লোক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় একটি টানেলে শুক্রবার (২ এপ্রিল) সকালে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে অর্ধশতাধিক বলা হলেও বাস্তবে তার চেয়ে অনেক বেশি। এর মধ্যে কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, দুর্ঘটনার পূর্বে ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কয়েকটি বগি তাৎক্ষণিক টানেলের দেয়ালে ধাক্কা খায়।
ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা বলেন, ট্রেন মোট ৪৯০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনো চলছে। অন্তত ৪৮ যাত্রী নিহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট।
আরও পড়ুন : মিয়ানমারে ‘গেরিলা আঘাতের’ ডাক বিক্ষোভকারীদের
উল্লেখ্য, গুরুতর আহতদের এরই মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। আর কম আহতরা এখনো চিকিৎসা নিতে অপেক্ষা করছেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড