আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন এশিয়ার পরাশক্তি খ্যাত দেশ পাকিস্তান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুদিনের জন্য লঙ্কা সফরে গিয়ে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ইমরান খানের প্রথম শ্রীলঙ্কা সফর। মঙ্গলবার কলম্বোয় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
পরে একান্ত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মিলিত হন দুই নেতা। সেখানে ইমরান বলেছিলেন, চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ব্যবহার করে শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়।
পাক প্রধানমন্ত্রীর মতে, তার সঙ্গে শ্রীলঙ্কা সফররত প্রতিনিধি দলকে তিনি কলম্বোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজে বের করতে বলেছেন।
আরও পড়ুন : উইঘুরদের বিরুদ্ধে চীনা কার্যক্রমকে গণহত্যা বলছে কানাডা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান খান বলেন, কলম্বোর সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তার এ সফর।
ইমরান খান বলেছিলেন, দুই দেশই সন্ত্রাসবাদের মতো অভিন্ন সমস্যা মোকাবিলা করছে। পাকিস্তান সন্ত্রাসবাদের চরম শিকার। শ্রীলঙ্কাও গত ৩০ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এক্ষেত্রে শ্রীলঙ্কাকে সাহায্য করার চেষ্টা করেছে পাকিস্তান।
আরও পড়ুন : পঙ্গপাল ধরে সার-পুষ্টিকর খাদ্য বানাচ্ছে কেনিয়া
করোনা মহামারি প্রসঙ্গে তিনি বলেন, প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বের বৈষম্য প্রকাশ করে দিয়েছে। জাতিসংঘের উচিত গরিব দেশগুলোকে করোনা মোকাবিলায় সাহায্য করা।
সূত্র : পার্স টুডে, বিজনেস স্ট্যান্ডার্ড
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড