আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিমানের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ওমান। এছাড়া দশ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএর বরাতে খবরটি জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দেশটির সুপ্রিম কমিটি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সুদান, লেবানন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, গিনি, সিয়েরা লিওন এবং ইথিওপিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে পরের ১৫ দিনের জন্য ফ্লাইট বন্ধ এবং দুই সপ্তাহের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হবে। তবে যারা ওমানের নাগরিক, কূটনীতিক এবং স্বাস্থ্যকর্মীরা দেশের বাইরে রয়েছেন তারা স্বাস্থ্য নির্দেশনা মেনে দেশে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন : চিরতরে রাজ পরিবার ছাড়লেন হ্যারি-মেগান
এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বিদেশ ভ্রমণে না করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড