আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের বাগদাদ শহরে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে আবারও দুটি রকেট আঘাত হেনেছে। রাজধানীর গ্রিনজোন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টিত মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।
জানা গেছে, সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে রকেট দুটি আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যদিও কোনো গোষ্ঠী কিংবা সংগঠন ভয়াবহ এই রকেট হামলার দায় স্বীকার করেনি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে।
আরও পড়ুন : নতুন গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত ইসরায়েল-মিশর
উল্লেখ্য, এর একদিন আগে ইরাকের আল-বালাদ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়।
সূত্র : পার্সটুডে
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড