আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেই এবার রাশিয়ায় মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের ঘটনা ঘটেছে। মানবদেহে ভাইরাসটি সংক্রমণের ঘটনা এটাই প্রথম। বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অবহিত করেছে মস্কো। শনিবার (২০ ফেব্রুয়ারি) ডব্লিউএইচওর পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
রুশ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একটি পোল্ট্রি ফার্মের সাতজন কর্মীর শরীরে এইচ৫এন৮ এবিয়ন ফ্লু ভাইরাস পাওয়া গেছে।
রোসপোট্রেবনাডজর নামে একটি সংস্থা আক্রান্তদের স্বাস্থ্যের দিকে নজর রাখছে। সংস্থাটির প্রধান আনা পোপোভা জানিয়েছেন, এবিয়ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট সাতজন। তাদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা কয়েকজনের দিকেও নজর রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও আইসোলেশনে পাঠানো হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমিতরা স্থিতিশীল রয়েছেন। এখনো পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাস একজন মানুষের শরীর থেকে আরেকজনের দেহে ছড়ানোর উদাহরণ নেই। তবুও রাশিয়ার স্বাস্থ্য দফতর কোনো ঝুঁকি নিতে চাইছে না।
ভারতেরও বেশকিছু রাজ্যে গত কয়েক মাসে বার্ড ফ্লু ভাইরাস ছড়ানোর খবর পাওয়া গেছে। যার মধ্যে কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থানের মতো কিছু রাজ্যের পোলট্রি ফার্মে কয়েক হাজার মুরগী মেরে ফেলেছিলেন মালিকরা। ফলে পোলট্রি ব্যবসা ব্যাপক হারে ধাক্কা খেয়েছিল।
আরও পড়ুন : ফিলিপাইনে বন্যায় গৃহহীন পাঁচ হাজার মানুষ
ডব্লিউএইচও জানিয়েছে, মানুষ থেকে মানুষের শরীরে বার্ড ফ্লু ছড়ানোর আশঙ্কা কম। তবে আক্রান্ত মুরগীর সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়াতে পারে।
সূত্র : জি নিউজ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড