আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যায় পাঁচ হাজারেরও অধিক মানুষ বাড়িছাড়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ক্রান্তীয় ঝড় দুজুয়ানের কারণে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।
ফিলিপাইনের দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা এজেন্সি জানায়, ফিলিপাইনের নিকেল খনি কেন্দ্র কারাগাসহ দুইটি অঞ্চলে ঝড় আঘাত হানে। ঝড়ের ফলে সৃষ্ট বন্যায় সুরিগাও ডেল সুর প্রদেশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজুয়ানের ফলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়।
ফিলিপাইনের আবহাওয়া বিভাগ এক বুলেটিনে জানায়, দুজুয়ানের শক্তি ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে। পূর্ব প্রদেশে ভূমিধসের আশঙ্কা করা হয়। ওই প্রদেশ থেকে ১৮ হাজার মানুষকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ট্রাম্পকে পাশে পেলেও বাইডেনের চাপে দিশেহারা সালমান
তারা জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার জন্য অভ্যন্তরীণ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড ফেরি চলাচল স্থগিত করেছে। ফিলিপাইনের বিভিন্ন বন্দরে প্রায় দুই হাজার মানুষ আটকা পড়েছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড