আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের একটি বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনায় দুই জনের প্রাণহানি ঘটেছে। পরে বন্দুকধারী ব্যক্তিটিও প্রাণ হারায়। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে খবরটি জানিয়েছে ইউএসএ টুডে।
প্রতিবেদনে খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সে জেফারসন বন্দুক স্টোরে স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা। এক পর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলিবিনিময় হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
গোলাগুলির ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।
স্থানীয় পুলিশ আরও জানায়, পাল্টাপাল্টি গোলাগুলিতে দুজন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : অবশেষে কারাগারেই থাকতে হচ্ছে নাভালনিকে
শেরিফ জোসেফ লোপিন্টো জানিয়েছেন, সেখানে একাধিক মানুষ গুলি চালিয়েছে। সেখানে কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড