আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে সমন জারি করেছে পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির এক মামলায় তাকে এ সমন জারি করা হয়। খবর এনডিটিভি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) কলকাতার বিধাননগরের এই বিশেষ আদালতে অমিত শাহকে নিজে বা তার কোনো আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে বলা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় করা এই মামলায় হাজির হয়ে ওই দিন তাকে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।
অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর দাবি, অমিত শাহ ২০১৮ সালের ১১ আগস্ট কলকাতায় বিজেপির এক সমাবেশে তার মক্কেলকে নিয়ে অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড