আন্তর্জাতিক ডেস্ক
দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির শোভাযাত্রা। নিমেষেই বিয়েবাড়ির সমস্ত আনন্দ পর্যবসিত হলো নিরানন্দে । এক রক্তাক্ত ঘটনার সাক্ষী হতে হলো ঐ বিয়েতে আমন্ত্রিত অতিথিদের।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর এলাকায় । হেমা ও অঙ্কুর নামের দুই যুবক-যুবতীর বিয়ে হচ্ছিল সেখানে । বিবাহ আসরে যাওয়ার জন্য একটি গাড়িতে উঠেছিলেন হেমা । সঙ্গে ছিল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ব্যান্ডপার্টি । ঠিক একই সময় বরকে নিয়ে বরযাত্রীও শোভাযাত্রা করে বিয়ের মণ্ডপে যাচ্ছিল । কনে হেমা হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে পড়ে। গাড়ির মধ্যে থেকেই তুমুল নাচ শুরু করে দেয় সে ।
বরযাত্রী আর কনেযাত্রীরা একসঙ্গে মিশে যায়। একই সঙ্গে নাচতে শুরু করে তারা । হঠাৎই একটা গাড়ি খুব দ্রুতগতিতে তাদের দিকে ছুটে আসে । কিছু বোঝার আগেই শোভাযাত্রার মধ্যে ঢুকে কয়েকজনকে ধাক্কা মেরে, আবার প্রবল গতিতে চলে যায় গাড়িটি । ঘটনাস্থলেই মারা যান পাত্র অঙ্কুরের এক আত্মীয় প্রমোদ, এ ছাড়াও আরও বহু মানুষ গুরুতর ভাবে জখম হয়। সঙ্গে সঙ্গে সকলকে মেরঠের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
সে সময় বর-কনের শোভাযাত্রার ভিডিও করছিলেন অনেকেই। ফলে গোটা ঘটনাটি ধরা পড়ে যায় ভিডিওতে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড