আন্তর্জাতিক ডেস্ক
সাংবাদিকতায় সেনা হস্তক্ষেপের প্রতিবাদে এবার চাকরি ছাড়ছেন মিয়ানমারের সংবাদ কর্মীরা। ইতোমধ্যেই দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের এক ডজনের অধিক সাংবাদিক চাকরি ছেড়ে দিয়েছেন।
তাদের অভিযোগ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেন্সরশিপ আরোপ শুরু করেছে। এ দিকে সামরিক জান্তার হস্তক্ষেপের কারণে মিয়ানমার প্রেস কাউন্সিলের ১১ সদস্যের সবাই পদত্যাগ করেছেন।
এর আগে ১৩ ফেব্রুয়ারি সামরিক জান্তা-চালিত তথ্য মন্ত্রণালয়কে কিছু বিধি-নিষেধ আরোপিত দিক নির্দেশনা দেয়।
সেখানে বলা হয়, গণমাধ্যম যাতে ‘নৈতিকভাবে’ খবর প্রকাশ করে এবং মানুষকে সহিংসতায় উসকে দেওয়ার বিষয় পরিহার করে।
জানা যায়, মিয়ানমার টাইমসের শীর্ষ স্থানীয় নিউজরুম এডিটরসহ এক ডজনের বেশি সাংবাদিক তাদের চাকরি ছেড়েছেন। কারণ তাদের মনে হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ওপর সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন : পারমাণবিক ইস্যুতে যৌথ বিবৃতির নিন্দা ইরানের
এ বিষয়ে চাকরি ছাড়া এক সাংবাদিক বলেন, এমন অবস্থায় জনগণকে বাস্তব পরিস্থিতি ভালো করে জানানো প্রয়োজন। যদিও আমরা যদি শক্তিশালী শব্দের পরিবর্তে দুর্বল শব্দ ব্যবহার করি তবে আমাদের রিপোর্টিং অর্থহীন হয়ে যায়। এমন শর্তাধীন পরিস্থিতিতে কাজ করে যেতে সাংবাদিক হিসাবে আমাদের লজ্জা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড