আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নজরদারি চালানোর সময় গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।
ফিলিস্তিনি মিডিয়ার দাবি, গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনী গোয়েন্দা ড্রোন পাঠালে সেটিকে তাৎক্ষণিক ভূপাতিত করা হয়। মূলত এরপর ফিলিস্তিনি যোদ্ধারা এর নিয়ন্ত্রণ নেন। খবর প্রেস টিভির
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এ নিয়ে গত দুই সপ্তাহে চারটি ইসরায়েলের ড্রোন ধ্বংস করেছে।
বিষয়টি সম্পর্কে ইসরায়েলি মিডিয়া বলছে, ইহুদি সেনাদের অনুপ্রবেশের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
আরও পড়ুন : ফিলিস্তিনে রুশ ভ্যাকসিন পৌঁছাতে দিল না ইসরায়েল
মূলত এর ফলেই লেবানন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ড্রোনগুলো বিধ্বস্ত হচ্ছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড