আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের দুই হাজার ডোজ ভ্যাকসিন পাঠিয়েছিল রাশিয়া। যদিও সেখানে তা পৌঁছাতে দেয়নি প্রতিবেশী ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা তথ্যটি নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়ম নীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।
জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।
আরও পড়ুন : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে আহ্বান তালিবানের
বিশ্বে করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ফিলিস্তিনে ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর প্রাণঘাতী এই ভাইরাসের থাবায় মারা গেছেন আরও এক হাজার ৯৩৬ জন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড