আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক নিয়ে এবার আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে সংস্থাটির মুখপাত্র মার্গারিট হ্যারিস বলেছিলেন, ওই অঞ্চলে এখন শুধু করোনা ভাইরাস (কোভিড-১৯) নয়, ইবোলাও ঝুঁকির কারণ হয়ে উঠছে।
ডব্লিউএইচও জানায়, কঙ্গোর উত্তরাঞ্চলে এখন পর্যন্ত চারজন প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। চার জেলায় সংক্রমিতদের সংস্পর্শে আসা প্রায় তিনশ জনকে চিহ্নিত করা হয়েছে।
যদিও এদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পূর্বাঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। যার অংশ হিসেবে শুরুতে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
গেল রবিবার (১৪ ফেব্রুয়ারি) সাতজন সংক্রমিত আর তিনজনের মৃত্যুর পর ইবোলা মহামারি ঘোষণা করেছে গিনি। এছাড়া ডব্লিউএইচওর সতর্কতার তালিকায় আছে সিয়েরালিওন ও লাইবেরিয়াও। সম্প্রতি আফ্রিকায় ছড়ানো ইবোলা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্সিং শুরু করেছে ডব্লিউএইচও।
আরও পড়ুন : দীর্ঘ বিরতির পর স্ত্রীকে প্রকাশ্যে আনলেন কিম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারিট হ্যারিস জানান, আশপাশের দেশগুলোতেও ছড়াতে পারে বলে আশঙ্কা করছি। সিয়েরালিওন, লাইবেরিয়াসহ ছয় দেশকে এরই মধ্যে সতর্ক করেছি। দেশগুলো দ্রুত সম্ভাব্য সংক্রমিত বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করতে কাজ করছে। কেবল মানুষের মধ্যেই নাকি প্রাণীদের মধ্যেও ছড়াচ্ছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড