আন্তর্জাতিক ডেস্ক
সীমান্ত ইস্যুতে ফের সংঘর্ষে জড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেনা সদস্যরা। এবার সিকিম রাজ্যের সীমান্তে চীনের সীমান্তরক্ষীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ ঘটেছে।
সোমবার (২৫ জানুয়ারি) ভারতীয় মিডিয়ার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, চীন ও ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চলে দেশ দুটির সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের বেশকিছু সেনা সদস্য আহত হয়েছেন।
গত বুধবার (২০ জানুয়ারি) সিকিমে ঘটনাটি ঘটে। যদিও এরই মধ্যে ভয়াবহ সেই দ্বন্দ্বের ‘সমাধান’ করা হয়েছে বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সেনা সদস্যদের বরাতে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানায়, চীনের একদল সেনা সিকিমের নথু লা পাস সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তবে ভারতীয় সেনাদের বাধায় শেষ পর্যন্ত তারা পিছু হটেন। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হন।
আরও পড়ুন : ইন্দোনেশিয়ার জলসীমায় ইরানি জাহাজ আটক
এর আগে গত জুন মাসে লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ায় অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। ওই সংঘর্ষে চীনা সেনারাও হতাহত হয়েছে জানালেও সংখ্যা প্রকাশ করেনি চীন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড