আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে এবার কৃষকদের ট্রাক্টর মিছিলে ‘নীতিগতভাবে’ অনুমোদন দিয়েছে পুলিশ। তবে এগুলো ঠিক কোন পথে চালানো হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (২৩ জানুয়ারি) দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকের পর স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব জানান, প্রজাতন্ত্র দিবসে কৃষক গণতন্ত্র যাত্রায় সামিল হবেন বিক্ষোভরত চাষিরা। খবর হিন্দুস্তান টাইমসের।
ওই নেতার মতে, গাজিপুর, সিংঘু, তিকরি, শাহজানপুরসহ দিল্লির বিভিন্ন সীমান্তের ব্যারিকেড সরিয়ে দেওয়া হবে এবং কৃষকরা দিল্লিতে প্রবেশ করবেন। সেই অনুমতি দিয়েছে পুলিশ। প্রায় ১০০ কিলোমিটার মিছিলের পর কৃষকরা বিক্ষোভের জায়গায় ফিরে আসবেন।
তবে দিল্লি পুলিশ এখনো সরকারিভাবে জানায়নি, কোন কোন শর্তে এবার ট্রাক্টর মিছিলে ‘নীতিগতভাবে’ অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট কে এই বাইডেন?
দিল্লি পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, অঙ্গীকারপত্রে কৃষকদের লিখিতভাবে জানাতে হবে যে মিছিলে কতগুলো ট্রাক্টর থাকবে, কখন মিছিল হবে, সেদিনের পরিকল্পনাসহ সকল তথ্য দিতে হবে। তারপর তা দেখে ‘লিখিত অনুমতি’ দেবে পুলিশ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড