আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণাটি দেন।
লঙ্কান মন্ত্রী বলেছেন, দেশের প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে। পর্যটনের ওপর আমাদের যেসব নাগরিকের জীবন-জীবিকা নির্ভর করে তাদের কথা বিবেচনায় নেওয়া আমাদের জাতীয় দায়িত্ব।
পর্যটকরা শ্রীলঙ্কায় কতদিন থাকতে পারবেন দেশটি তার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা রাখেনি। তবে শ্রীলঙ্কায় পৌঁছানোর দুই সপ্তাহ সরকার অনুমোদিত হোটেল কিংবা রিসোর্টে থাকতে হবে। এর মানে হলো যেসব পর্যটকরা সংক্ষিপ্ত ভ্রমণের জন্য যাবেন তাদেরকে পুরো সময় রিসোর্টে থাকতে হবে। আর যারা দীর্ঘদিন ভ্রমণের পরিকল্পনা করছেন তারা শ্রীলঙ্কার ভেতর দুই সপ্তাহ পর মুক্তভাবে ঘুরতে পারবেন।
ভ্রমণকারীদের ৯৬ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনা ভাইরাস নেগেটিভ প্রমাণ দেখাতে হবে এবং একটি স্বাস্থ্যপত্রে সাক্ষর করতে হবে। শ্রীলঙ্কা পৌঁছানোর পর পাঁচ থেকে সাতদিনের মধ্যে পর্যটককে আরেকবার নিজের খরচে করোনা ভাইরাসের পরীক্ষা করতে হবে।
আরও পড়ুন : পরমাণু সমঝোতায় ফিরলে যুক্তরাষ্ট্রের সঙ্গ ছাড়বে ইসরায়েল
এরপর তৃতীয় পরীক্ষাটি করা হবে দ্বিতীয় সপ্তাহে। সব পর্যটককে অনলাইনে ভিসা আবেদন করতে হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড