আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ওয়াশিংটনজুড়ে ২০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন।
এর আগে ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠানে আর কোনো ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন। দিনটি উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সোনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ।
জানা গেছে ইতোমধ্যে ক্যাপিটাল হিলের আশপাশে ১৫ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ২০ তারিখের আগে যোগ দেবে আরও ৫ হাজার। শুধু যে মেটান ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিটাল হিলের চার ধারে আটফুট উঁচু ধাতব দেওয়াল তৈরি করা হয়েছে।
আরও পড়ুন : ট্রাম্পের নির্লজ্জ বিদায় উদযাপন করছে ইরান
সব সেনা সদস্যদের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটাল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি। আগামী ২০ জানুয়ারি প্রায় ১৬টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে।
সূত্র : সিএনএন, কলকাতা নিউজ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড