আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ায় পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলায় ৮০ জনের বেশি বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। বুধবার (১৩ জানুয়ারি) ইথিওপিয়ান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) তথ্যটি জানিয়েছে।
দেশটির মানবাধিকার কমিশনের মুখপাত্র ও সিনিয়র উপদেষ্টা অ্যারন মাশো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ইথিওপিয়ার বনিশানুল-গুমুজ অঞ্চলে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৭টার মধ্যে এই গণহত্যার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আমরা তথ্য পেয়েছি ৮০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন। যাদের বয়স ২ থেকে ৪৫ বছরের মধ্যে।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অ্যারন মাশোর দাবি, আমরা নিশ্চিত করে বলতে পারি যে হামলাকারীদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
আরও পড়ুন : ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ
বেনিশানুল-গুমুজ-এর মেতেকেল জোনে ডালেটি নামে একটি এলাকায় এই হামলা হয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে পুনরাবৃত্ত সহিংসতায় জর্জরিত হয়ে শতাধিক মানুষ মারা গেছেন।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর এক হামলায় প্রায় ২০৭ জনের প্রাণহানি ঘটেছিল।
আরও পড়ুন : কুয়েতি মন্ত্রীদের একযোগে পদত্যাগ
মাশোর ভাষ্য মতে, মেটেকেল সংঘাতের কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড