আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাক্ষাত করতে চাইলেও তাকে ফিরিয়ে দিয়েছেন লুক্সেমবার্গ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। মার্কিন ক্যাপিটাল হিলে সহিংস হামলার প্রেক্ষিতে তাকে প্রত্যাখ্যান করা হয়।
ফলে চলতি সপ্তাহে পরিকল্পিত ইউরোপ সফর বাতিল করতে বাধ্য হলেন পম্পেও। যুক্তরাষ্ট্র ও লুক্সেমবার্গের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সূত্রে তথ্যটি জানা গেছে।
গত সোমবার (১১ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছিল, শীর্ষ মার্কিন কূটনীতিক পম্পেও ইউরোপীয় নেতাদের সঙ্গে দেখা করতে ব্রাসেলসে যাবেন। কিন্তু তার ২৪ ঘণ্টারও কম সময় পরেই ফের ঘোষণা দিয়ে তারা জানায়, সফরটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মাইক পম্পেওর ইউরোপে শেষ সফরে আসার কথা ছিল।
নির্ধারিত এ সময়ের মধ্যে তিনি ইইউ ও ন্যাটোর সদস্য লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ অ্যাসেলবর্নের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছিলেন। কিন্তু তাকে প্রত্যাখ্যান করে দেন জ্যাঁ অ্যাসেলবর্ন। তিনি এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ক্রিমিনাল’ ও ‘রাজনৈতিক মানসিক রোগী’ বলে আখ্যায়িত করেছিলেন।
আরও পড়ুন : ক্যাপিটালে হামলার ঘটনায় নিন্দা মার্কিন সেনাবাহিনীর
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা ডেইলি মেইল জানায়, লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাত করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে অবগত ইউরোপিয়ান কূটনীতিক ও অন্যরা এসব তথ্য দিয়েছেন। ন্যাটোর একটি সম্পদশালী ক্ষুদ্র অংশীদার লুক্সেমবার্গ।
ইইউ নেতা ও এর শীর্ষ কূটনীতিকের সঙ্গে ব্রাসেলসে সাক্ষাতের আগে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী অ্যাসেলবর্নের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর। এ জন্য তিনি মঙ্গলবার লুক্সেমবার্গের পথে পা বাড়াবেন এমন সময় জানিয়ে দেওয়া হয় তার সঙ্গে সাক্ষাত করতে অনিচ্ছা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
আরও পড়ুন : ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসবই হচ্ছে গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটাল হিলে হামলা। লুক্সেমবার্গের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয় তারা পূর্ব নির্ধারিত শিডিউল বাতিল করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। অন্য দিকে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইইউ।
সূত্র : সিএনএন, ডেইলি মেইল
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড