আন্তর্জাতিক ডেস্ক
তেলের পর এবার প্রাকৃতিক গ্যাস মজুদে জোরদার প্রক্রিয়া শুরু করেছে এশিয়ার ক্ষমতাসীন দেশ ভারত। মধ্যপ্রাচ্যভিত্তিক মিডিয়া খালিজ টাইমস জানিয়েছে, দেশের জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক ঝুঁকিতে তেলের সরবরাহতে বিঘ্নতা এবং দামের ওঠানামা থেকে বাঁচতে ভারতের এই পদক্ষেপ।
সীমান্ত সংঘর্ষ এবং যুদ্ধ পরিস্থিতির মতো সময়ে তেলের দাম বৃদ্ধি এবং চাহিদা মেটাতে ভারতের এই মজুদ প্রক্রিয়া কাজে দিবে।
সূত্র জানিয়েছে, বিশ্বব্যাপী গ্যাস এবং তেলের স্থিতিশীল বাজারের কারণে ভারত গ্যাস মজুদের এমন পরিকল্পনা হাতে নিয়েছে। বিষয়টি নিয়ে ২০২১-২২ সালে দেশটির বাজেটে ঘোষণা আসতে পারে।
দেশটিতে ইতোমধ্যে তেলের দাম কম থাকায় সংরক্ষণের সুযোগ কাজে লাগিয়েছে। এরই প্রেক্ষিতে এখন দেশটি একই পদ্ধতিতে গ্যাস সংরক্ষণে করবে।
আরও পড়ুন : ইতিহাস রচনা করলেন ভারতের চার নারী পাইলট
প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দ্বিগুণ হবে। এতে চাহিদা এবং দেশীয় উৎপাদনের মধ্যে বড় ব্যবধান হবে। এতে করে আমদানি বাড়াতে হবে যা তেল আমদানির কাছাকাছি নিয়ে যাবে।
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
উল্লেখ্য, বর্তমানে দেশটিতে যে পরিমাণে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আমদানি করা হয়। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, গ্যাস মজুদের বিষয়ে শিগগিরই এক আলোচনায় বসা হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড