আন্তর্জাতিক ডেস্ক
জাপানে এবার যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল, এর চেয়ে দ্বিগুণ হচ্ছে। দেশটির কয়েকটি অংশে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের একটি ভিডিয়ো বার্তায় বলা হয়, বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল, তার দ্বিগুণ হচ্ছে।
আবহওয়ার কর্মকর্তাদের বরাতে এনএইচকের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার (১১ জানুয়ারি) সারাদিন ধরে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারী তুষারপাত অব্যাহত।
শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।
আরও পড়ুন : দীর্ঘদিন পর সৌদির মাটিতে কাতারের বিমান
বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। যারা বাইরে বের হবেন তাদের বরফ আচ্ছাদিত সড়ক ও বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের ওপর জমা তুষারের বিষয়েও তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর বাদ!
তুষারের কারণে রবিবার (১০ জানুয়ারি) রাত পর্যন্ত দুর্ঘটনায় আটজন মারা গেছেন ও ২৭০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচারে দুর্ঘটনায় পড়েছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড