আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ সাড়ে তিন বছর পর অবশেষে মুসলমানদের তীর্থস্থান সৌদি আরবের মাটিতে অবতরণ করেছে আরেক ইসলামিক রাষ্ট্র কাতারের যাত্রীবাহী বিমান। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সংকটের অবসান ঘটল। পুনরায় সম্পর্ক স্থাপনের চুক্তির পর প্রথমে একে অপরের জন্য সীমান্ত খুলে দেয়। খবর আরব নিউজের
সোমবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়ন করে। পরে বেলা বারোটায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে রিয়াদে তাদের নিয়মিত ফ্লাইট চালু হলো।
দোহা থেকে বিমানটি উড্ডয়নের সময় বিমানকর্মীদের ছবি ও ভিডিয়ো তোলার হিড়িক পড়েছিল বলে জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা।
গত সপ্তাহে সৌদি আরবের আলউলা শহরে অনুষ্ঠিত হওয়া জিসিসি সম্মেলনে সম্পর্ক পুনরায় স্থাপনে চুক্তি করে কাতার ও সৌদি। তারপরই দুই দেশের সঙ্গে যোগাযোগ ফের শুরু হয়।
আরও পড়ুন : ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর বাদ!
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও পুনরায় সম্পর্ক স্থাপন করেছে কাতার। শনিবার (৯ জানুয়ারি) থেকে সিদ্ধান্তটি কার্যকর করেছে দুই দেশ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড