আন্তর্জাতিক ডেস্ক
ভারতের নতুন কৃষি আইন নিয়ে আজ রায় ঘোষণা করবেন দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে সোমবার (১১ জানুয়ারি) নতুন এই আইন নিয়ে কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করেন আদালত।
গতকালের শুনানি চলাকালে দেশটির সর্বোচ্চ আদালত বলেছিলেন, কৃষি আইন নিয়ে তাদের কাছে যতগুলো হলফনামা জমা পড়েছে, তার একটিতেও এই আইনের স্বপক্ষে কিছু বলা হয়নি।
এ দিকে বিতর্কিত এই কৃষি আইন নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট যে মধ্যস্থতাকারী কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন তা ইতোমধ্যেই খারিজ করে দিয়েছে দেশটির কৃষক সংগঠনগুলো।
এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১২ জানুয়ারি) কী রায় দেন, সে দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। এছাড়া রায় ঘোষণার পর আবারও নয়াদিল্লির উপকণ্ঠে কৃষক বিক্ষোভ শুরু হয় কি-না, এখন তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন : বিজেপি ট্রাম্পের মতোই হেরে গিয়ে জিতেছি-জিতেছি করছে : মমতা
এরই মধ্যে, নতুন এই কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাস্তায় আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর র্যালি আয়োজনের পরিকল্পনা করেছিলেন। তবে সেটি আটকাতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভারতের কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার যে হলফনামা জমা দিয়েছে, তাতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও সাংবিধানিক গুরুত্বের দিকটি উল্লেখ করা হয়েছে।
আর ২৬ জানুয়ারির সেই অনুষ্ঠানের আগে ২৩ জানুয়ারি মহড়া রয়েছে। ২৮ জানুয়ারি এনসিসির র্যালি এবং ৩০ জানুয়ারি শহিদ দিবস।
আরও পড়ুন : সাইবারস্পেস নিয়ন্ত্রণে চীনের ‘নয়া হাতিয়ার’ সাবমেরিন ক্যাবল
প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি এই অনুষ্ঠানগুলোর কথা উল্লেখ করে কেন্দ্র সরকার বলেছে, উপরের অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া কেবল আইন ভাঙা বা সরকারি নির্দেশ অমান্য করা নয়। তা জাতির কাছেও অস্বস্তির।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড